Home Second Lead উপজেলা আ’লীগ সহ-সভাপতির আড়তে সরকারি চাল

উপজেলা আ’লীগ সহ-সভাপতির আড়তে সরকারি চাল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ইউসুফ আলীর আড়তে পাওয়া গেছে ২৫৬ বস্তা সরকারি চাল। তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বেলা ১১টার দিকে পৌর শহরের ১ নং ওয়ার্ডের উত্তরপাড় বাজারে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম ইউসুফ আলীর আড়তে ত্রাণ মন্ত্রনালয়ের ২৫৬ বস্তা চাল ‘নুরজাহান মার্কা’ বস্তায় পরিবর্তন করার সময় স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদকে জানান। তিনি গিয়ে ওই ২৫৬ বস্তা চাল জব্দ করে কেএম ইউসুফ আলীকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে সেখানে মোবাইল কোর্টে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

বরিশাল জেলা প্রশাসন সূ‌ত্রে জানা গে‌ছে, আজ সকাল ১১টায় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  শেখ আবদুল্লাহ সাদীদ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা কর‌ছি‌লেন। এ সময়  উপজেলার উত্তরপাড় বাজারে নামবিহীন একটি দোকানে অভিযান চালিয়ে দেখা যায় সেখানে সরকারি চালের  বস্তা খুলে  ফ্লোরে ফেলা হচ্ছে।

উপস্থিত মালিক ইউসুফ আলী স্বীকার ক‌রেন, তিনি কাবিখার চাল কিনে বাজারজাত করার জন্য বস্তা পরিবর্তন করছেন।

মানবিক সহায়তা কার্যক্রমের জন্য বরাদ্দকৃত খাদ্যশষ্য ক্রয়বিক্রয়যোগ্য নয় বিধায় মোবাইল কোর্টের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৯ ধারায় তাকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ইউসুফ আলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।