Home First Lead উমরাহ সফর বন্ধ করোনাভাইরাস রোধে

উমরাহ সফর বন্ধ করোনাভাইরাস রোধে

ছবি: সংগৃহীত

বিজনেসটেুডে২৪ প্রতিনিধি

ঢাকা : প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে সৌদি আরব বন্ধ করে দিল উমরাহ সফর।

সাময়িকভাবে নেয়া হয়েছে এই ব্যবস্থা । আজ সৌদি আরবের সংবাদপত্র আরব নিউজ-এ সরকারি সূত্রের বরাতে এই সংবাদ প্রকাশিত হয়েছে।

বছরে প্রায় ৭০ লাখ মুসলমান সৌদি আরব যান উমরাহ পালন এবং রাসুল (দঃ)-এর রওজা শরিফ জেয়ারতে।

 

চীন থেকে শুরু হওয়া করোনাভাইরাস সংক্রমণের হার হঠাৎ বেড়ে গেছে এর বাইরে। ৪২টি দেশে তা ছড়িয়ে পড়েছে।

সৌদি আরবে এখন পর্যন্ত সংক্রমণ ঘটেনি করোনাভাইরাসের। তবে, বাহরাইন ও কুয়েতে ৭ জন সৌদি নাগরিক আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার বলেছে যে ৬ জন সৌদি মহিলাকে পরীক্ষা করে পাওয়া গেছে করোনাভাইরাস আক্রান্ত। তারা ইরান থেকে গেছেন বাহরাইনে আকাশ পথে। বিমান বন্দরে স্বাস্থ্য পরীক্ষায় তা ধরা পড়ে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও সংক্রমণ হয়েছে।  চীনের বাইরে সর্বাধিক মৃত্যু হয়েছে ইরানে। সেখানে মারা গেছেন অন্তত ১৯ জন, আক্রান্ত ১৩৯। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ২৬০ জন।

এসব প্রেক্ষাপটে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার বিভিন্ন ব্যবস্থা ঘোষণা করে। যেসব দেশে করোনাভাইরাস ছড়িয়েছে সেসব দেশের নাগরিকদের জন্য সৌদি আরব সফরও বন্ধ করে দেয়া হয়েছে। তবে, সময়ে সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবস্থা নেবে।