Home আন্তর্জাতিক উহানে পৌঁছাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা

উহানে পৌঁছাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা

সংগৃহীত

উহান : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ১০ সদস্যের শক্তিশালী একটি বিশেষজ্ঞ দল উহানে পৌঁছাল। অনুসন্ধানী দলটির নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির পশুপাখি রোগ বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক। করোনার উৎস খুঁজতে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকে উহানে পাঠাতে বেশ কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে আসছিল ডব্লিউএইচও। তবে চীনের অনুমতি পাওয়া যাচ্ছিল না।

গত মাসে ডব্লিউএইচও ঘোষণা দেয়, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি অনুসন্ধানী দল ২০২১ সালের জানুয়ারিতে উহান যাবে। তবে চীন অনুমতি না দেওয়ায় চলতি মাসের শুরুর দিকে নির্ধারিত সময়ে সেখানে যেতে ব্যর্থ হয় অনুসন্ধানী দলটি।

ফলে ভাইরাসটির তদন্তের বিষয়ে চীনের আগ্রহ নিয়ে সন্দেহ দেখা দেয়। এ ঘটনায় হতাশাও প্রকাশ করে ডব্লিউএইচও। বিষয়টিকে ‘ভুল-বোঝাবুঝি’ হিসেবে দেখা হয়। অবশেষে আজ এমন সময়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলটি উহানে পৌঁছাল যখন চীনে গত আট মাসের মধ্যে প্রথম করোনায় কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

-বিজনেসটুডে২৪ ডেস্ক