Home অন্যান্য একে একে চার সন্তান জন্ম আনোয়ারার

একে একে চার সন্তান জন্ম আনোয়ারার

বিজনেসটুডে২৪ ডেস্ক

একসঙ্গে ৪ সন্তান জন্ম দিয়েছেন আনোয়ারা বেগম(৩০)। আনোয়ারাসহ সন্তানদের সবাই সুস্থ।

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুণারিতলা  ইউনিয়নের শিংদহ  গ্রামের বেলাল মিয়ার স্ত্রী আনোয়ারা। মঙ্গলবার জেলা শহরের জিয়া হেলথ কমপ্লেক্স নামক বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে সন্তানগুলোর।

পারিবারিক সূত্রে জানা গেছে,  আনোয়ারারা জমজ সন্তান হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন চিকিৎসক। ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। সেখানে ভর্তির কিছুক্ষণ পর প্রথমে জন্ম হয় একটি কন্যা সন্তানের।  এরপর চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করা হয়। জন্ম হয় আরও ৩ সন্তানের।

হাসপাতাল সূত্রে জানা যায়, সবজাতকদের ওজন স্বাভাবিকের চেয়ে কম। তাই পাঠানো হয়েছে সদর হাসপাতালে বিশেষ কেয়ারের জন্য।

আনোয়ারা দম্পতির রয়েছে আরও ২ কন্যা সন্তান।