Home Uncategorized এক মাসের ভাড়া মওকুফ চায় ভাড়াটিয়া পরিষদ

এক মাসের ভাড়া মওকুফ চায় ভাড়াটিয়া পরিষদ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনের কারণে যেসব দোকানদার ও ভাড়াটিয়ারা রোজগার হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের এক মাসের দোকান ভাড়া ও বাড়ি ভাড়া মওকুফের আহ্বান জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।

রবিবার (১১ এপ্রিল) মো. জামাল শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সরকার ও বাড়িওয়ালাদের প্রতি এ আহ্বান জানান সংগঠনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক ভাবে বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার গত ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করে। আগামী ১৪ এপ্রিল থেকে দেশে সর্বাত্মক লকডাউনের চিন্তা ভাবনা করা হচ্ছে। কিন্তু লকডাউনের ফলে দেশের নিম্নমধ্যবিত্ত শ্রেণি কর্ম হারিয়ে মানবেতর জীবনযাপন করছে সে ভাবনা কেউ ভাবছে না। আমরা এই মানবিক সংকট থেকে উত্তরণে ক্ষতিগ্রস্তদের এক মাসের দোকান ভাড়া ও বাড়ি ভাড়া মওকুফে সরকার ও বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, সারাদেশে পোশাকশিল্পসহ বিভিন্ন শিল্প কারখানায় লকডাউনের ফলে যদি ছুটি ঘোষণা করা হয় তাহলে কোন শ্রমিকের বেতন যেন কর্তন না হয় যে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। পাশাপাশি ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জোর দাবি জানাচ্ছি।