Home Second Lead এনসিটি সিসিটি চালু রাখতে সাইফপাওয়ারটেকের বিশেষ উদ্যোগ

এনসিটি সিসিটি চালু রাখতে সাইফপাওয়ারটেকের বিশেষ উদ্যোগ

বিজনেসটুডে ২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: করোনাভাইরাস পরিস্থিতিতে চলমান সাধারণ বন্ধের সময়ও চট্টগ্রাম বন্দরে কন্টেইনার উঠানো নামানো স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে টার্মিনাল অপারেটর সাইফপাওয়ারটেক লিমিটেড।

বন্দরের নিউমুরিংকন্টেইনার টার্মিনাল ( এনসিটি ) এবং চিটাগাং কন্টেইনার টার্মিনাল ( সিসিটি )’র অপারেটর সাইফপাওয়ারটেক লিমিটেড। ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও তালিকাভুক্ত এই কোম্পানি।

ব্যবস্থাপানা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বিজনেসটুডে২৪ প্রতিনিধিকে জানান, এখন চলছে সরকার ঘোষিত সাধারণ ছুটি । এ অবস্থার মধ্যে বন্দরের দুই টার্মিনালে জাহাজ থেকে কন্টেইনার খালাস ও শিপমেন্ট এবং স্থানান্তর কাজ যাতে পুরোদমে চালু থাকে সে লক্ষ্যে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

জানান, এনসিটি ও সিসিটি কর্মিদের যাতায়াতের সুবিধার্থে ৩টি বাসের ব্যবস্থা করা হয়েছে। এগুলো কাঠগড়, বহদ্দারহাট এবং অলংকার মোড় থেকে ছাড়ে। কর্মিদের স্বাস্থ্যগত নিরাপত্তার জন্য মাস্ক ও স্যানিটাইজার এবং চিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে। মনিটরিং টিম সার্বক্ষণিকভাবে কর্মিদের স্বাস্থ্যের প্রতি নজর রাখছে।