Home শেয়ারবাজার এমআই সিমেন্টের মুনাফা কমেছে

এমআই সিমেন্টের মুনাফা কমেছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: গত বছরের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত এমআই সিমেন্টের মুনাফা কমেছে। মুনাফা কমলেও কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৭ টাকা ৬ পয়সা, যা ২০২০ সালের জুন শেষে ছিল ৪৬ টাকা ৩৮ পয়সা।

রবিবার (২৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটির দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৫৭ পয়সা। সে হিসাবে গত বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৬ পয়সা।

অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৫ টাকা ৯৭ পয়সা, যা ২০১৯ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে ছিল ৫৭ পয়সা।