বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: রাজধানীর বিমানবন্দরের সামনে এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের গার্ডার ভেঙে চার শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন চাইনিজ শ্রমিক এবং দুইজন বাংলাদেশি শ্রমিক রয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে পড়ে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, আহতদের মধ্যে দুই জন চীনা নাগরিক, বাকিরা বাংলাদেশি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, প্রতিদিনের মতো বিমানবন্দরের সামনে এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের গার্ডারের কাজ করছিল শ্রমিকরা। এ সময় হঠাৎ গাডার ধসের ঘটনা ঘটে। এতে চারজন শ্রমিক আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে গার্ডার ভাঙার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখান থেকে আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটা কিভাবে ভেঙে পড়লো সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।