বিজনেসটুডে২৪ ডেস্ক
দ্বীপরাষ্ট্রটির দেশীয় রাজনীতির অবস্থা সঙ্গীন। আর্থিক বিপর্যয়ের মুখে যখন গোটা দেশ লড়াই করছে তখন আরব আমিরাতে এক অন্য লড়াই চালিয়ে যাচ্ছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। যে দলকে টুর্নামেন্ট শুরুর দিকেই ভয়ঙ্কর লেগেছে, সেই দল ধীরে ধীরে অপ্রতিরোধ্য হয়ে উঠছে।
গ্রুপ পর্যায়ে যে আফগানিস্তানের বিরুদ্ধে হেরেছিল সুপার ফোরে তাদেরকেই উড়িয়ে দিয়েছিল অনায়াসে। তার পর ভারত, আর শেষে পাকিস্তান। দাসুন শনাকার দল ফুটছে জয়ের আনন্দে। শুক্রবার পাকিস্তানকে হারানোর পর এখন শনাকাদের কাছে বড় চ্যালেঞ্জ রবিবারের ফাইনাল ।
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা ফের মুখোমুখি হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধেই। এখন একটাই প্রশ্ন, বজায় থাকবে কি শ্রীলঙ্কার জয়ের ধারা? নাকি ‘বদলা’ নেবে ফেভারিট পাকিস্তান? দুই দলেরই প্রধান অস্ত্র স্পিন। একদিকে ওয়ানিন্দু হাসরাঙ্গা এবং মহেশ থেকশানার স্পিন জুটি, তেমনই অন্যদিকে রয়েছে নাসিম শাহ, শাদাব আলি।
তবে রবিবারের ম্যাচে পাক অধিনায়ক বাবর আজমকে চিন্তায় রাখছে দলের ব্যাটিং লাইনআপ। বল হাতে বিপক্ষকে আটকে দিলেও ব্যাট হাতে ততটা সুবিধা করতে পারছে না পাক দল। গতকালের ম্যাচের পর সেটা আরও স্পষ্ট হয়েছে। তাই রবিবারের আগে অসুখ সারাতে চাইছেন অধিয়ানক বাবর।
এদিকে ব্যাটে বলে সোনা ফলাচ্ছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। সবকিছু ছাপিয়ে রবিবারের ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে টস। ধারাবাহিকতা দেখলে বোঝাই যায়, টস জেতা মানেই ম্যাচ জেতা। টস জিতে প্রথমে বল, পরে রান তাড়া করে ম্যাচ জয়। এখন দেখার অপেক্ষা আগামীকালের ম্যাচে ভাগ্য কাদের সহায় হয়।