- সার্বিক পাশের হার ৮০ শতাংশের বেশি
- সর্বাধিক পাশের হার রাজশাহী বোর্ডে
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসির ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সার্বিক পাশের হার ৮০ শতাংশের ওপরে। সর্বাধিক পাশের হার রাজশাহী বোর্ডে।
ঢাকা বোর্ডে পাশের হার ৮২.৩৪, যশোর বোর্ডে পাশের হার ৮৭.৩১, কুমিল্লা বোর্ডে পাশের হার ৮৫.২২, বরিশাল বোর্ডে পাশের হার ৭৯.৭০, দিনাজপুর বোর্ডে পাশের হার ৮২.৭৩, ময়মনসিংহ বোর্ডে ৮০.১৩, রাজশাহী বিভাগে ৯০.৩৭, চট্টগ্রাম বিভাগে ৮৪.৭৫, সিলেট বিভাগে ৭৮.৭৯ শতাংশ।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেন। গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার করোনাভাইরাসের সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি।
ফল হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী বলেছেন ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান।
যেভাবে জানা যাবে ফল
## এসএসসির ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করতে যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে। এ জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ ঢাকা বোর্ড হলে Dha লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।
## দাখিলের ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করতে যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে। এ জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।
## কারিগরি বোর্ডের ফল পেতে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।
মোবাইলে এসএমএসের পাশাপাশি নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।