Home অন্যান্য এহছানে এলাহী বিসিআইসির নতুন চেয়ারম্যান

এহছানে এলাহী বিসিআইসির নতুন চেয়ারম্যান

এহছানে এলাহী

সরকারের অতিরিক্ত সচিব মো. এহছানে এলাহী সচিব পদমর্যাদায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে ২১ জানুয়ারি যোগ দিয়েছেন।

বিসিএস ক্যাডারে ১৯৯১ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদানের পর মাঠপর্যায়ে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন তিনি।

এ ছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়, সংসদ সচিবালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের পরিচালক এবং রাজউকের সচিব ও পরিচালক ছিলেন।

এহছানে এলাহী বিসিআইসিতে যোগদানের আগে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে বিএসসিসহ (সম্মান) এমএসসি পাস করেন।

তিনি ২০০৫-০৬ সালে স্কলারশিপ নিয়ে লন্ডন ইউনিভার্সিটির অধীনে এমএস (পিএইচ) ডিগ্রি অর্জন করেন। সংবাদ বিজ্ঞপ্তি