বিজনেসটুডে২৪ ডেস্ক
এয়ার ইন্ডিয়ার দুবাই-দিল্লি ফ্লাইটে ককপিটে পাইলট তাঁর এক মহিলা বন্ধুকে ঢোকার অনুমতি দিয়েছিলেন। সেই নিয়ে এদিন ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এয়ার ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। এবং ১৫ দিনের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলেছে। পাইলট দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত, ২৭ ফেব্রুয়ারি দুবাই-দিল্লি ফ্লাইটে ককপিটে পাইলটের এক মহিলা বন্ধু কেন ঢুকেছিলেন এবং কেন এই ব্যাপারে সময়মতো রিপোর্ট করা হয়নি। সেই কারণেই এই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসনকে। এ খবর প্রকাশ্যে আসার পর তা আলোচনার বিষয় হয়ে ওঠে। তারপরই তড়িঘড়ি বিষয়টি নিয়ে ডিজিসিএ ব্যবস্থা নিয়েছে।
একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার ডিফেন্স অ্যান্ড কোয়ালিটি অপারেশন চিফ হেনরি ডনোহোকেও কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। বিমানের পাইলট দলের এক সদস্য ডিজিসিএ-র কাছে অভিযোগ করেছিলেন যে পাইলট তার মহিলা বন্ধুকে ককপিটে ঢুকতে দিয়েছিলেন।
ডিজিসিএ-র এক আধিকারিক জানিয়েছেন, যে সময়মতো ঘটনার রিপোর্ট না করার জন্য ২১ এপ্রিল নিজেই এয়ার ইন্ডিয়ার সিইও এবং ফ্লাইট সিকিউরিটির প্রধানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল।
তিনি আরও বলেন, এ ছাড়া মামলার তদন্তও বিলম্বিত হয়েছে। উভয় কর্মকর্তাকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে নোটিশের জবাব দেওয়ার জন্য। আপাতত এয়ার ইন্ডিয়ার তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি। এই মাসে, ডিজিসিএ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাইলট দলের সমস্ত সদস্যকে ডিউটি (রোস্টার) থেকে সরিয়ে দেওয়ার জন্য এয়ার ইন্ডিয়াকে নির্দেশ জারি করেছিল।