Home রাজনীতি ওমান বিএনপি’র প্রাক্তন সভাপতি আকবর আর নেই

ওমান বিএনপি’র প্রাক্তন সভাপতি আকবর আর নেই

এস এম আকবর

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

মাস্কাট (ওমান): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)ওমান শাখার প্রাক্তন সভাপতি এস এম আকবর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।( ইন্না লিল্লাহি…..রাজিউন)।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় রুই এলাকায় অবস্থিত অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান। বয়স হয়েছিল প্রায় ৬১ বছর।

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান-এর সভাপতি মো. সিরাজুল হক এই তথ্য জানান। এস এম আকবরের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার এলাকায়। তিনি মাস্কাটে বাংলাদেশ কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ। সোশ্যাল ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য।সরকারি ব্যবস্থাপনায় মাস্কাটে দাফন করা হবে।

মো. সিরাজুল হক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।