Home Third Lead ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় ইয়াস

ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় ইয়াস

ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কলকাতা: মৌসম ভবনের সকাল ৯টার বুলেটিনে জানানো হয়েছে , ওড়িশার বালাসোর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এসে পৌঁছেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। শক্তি আরও বাড়িয়ে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করে ধামরার উত্তর ও বালাসোরের দক্ষিণে গিয়ে পৌঁছবে।

মঙ্গলবার রাত থেকে ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে এগোচ্ছিল ইয়াস। গতি কমে এখন হয়েছে ১২ কিলোমিটার। উপকূলের দিকে যত এগিয়ে আসবে ঝোড়ো হাওয়ার বেগও বাড়বে। ল্যান্ডফলের সময় ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে। সর্বোচ্চ বেগ হবে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার (গাস্টিং)।

সকাল ৯টার বুলেটিনে আরও জানােনো হয়, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের অবস্থান এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ২০ ডিগ্রি ৯ মিনিট উত্তর অক্ষাংশ ও ৮৭ ডিগ্রি ৩ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে। ধামরা বন্দর থেকে ৪০ কিলোমিটার পূর্ব, দিঘা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এবং বালাসোর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ইয়াস।

বুধবার পূর্ণিমা ভরা কোটাল। তার ওপর আজই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর অনেক কাছাকাছি চলে আসছে। আজ সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ অর্থাৎ সুপারমুন দেখা যাবে। চাঁদের রঙে লালচে আভা ধরা পড়বে। বিরল মহাজাগতিক ঘটনা সুপার ব্লাড মুনও আজই দেখা যাবে। পূর্ণগ্রাস, সুপারমুন ও ব্লাড মুন এই তিন মহাজাগতিক ঘটনা একই সঙ্গে থাকায় ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার সম্ভাবনা আছে। পূর্ণিমায় ভরা কোটালের জন্য সমুদ্রে ঢেউয়ের যতটা বাড়ে তার চেয়েও বাড়বে জলস্তর। আলিপুর আবহাওয়া দফতর বলছে, সামুদ্রিক জলোচ্ছ্বাস দেখা দিতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। পূর্ব মেদিনীপুরে জোয়ারের প্রভাবে ঢেউয়ের উচ্চতা বেড়ে যে স্বাভাবিক জলোচ্ছ্বাস হবে তার ওপরেও জলস্তরের উচ্চতা বাড়বে ২-৪ মিটার। ঢেউয়ের উচ্চতা হতে পারে ৫ মিটার অবধি। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনায় ইয়াসের প্রভাবে ২ মিটার বাড়বে ঢেউয়ের উচ্চতা। স্বাভাবিকভাবেই নীচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে।