বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) অধীন কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। চলবে ২৫ মার্চ পর্যন্ত।
বুধবার (১৭মার্চ ) বেফাকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক হাজার ১৮৬টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।
এ বছর ফযিলত, সানাবিয়া, মুতাওয়াসসিতাহ, ইবতেদাইয়্যাহ, তাহফিযুল কোরআন এবং ইলমুত তাজবিদ ওয়াল কিরাত বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ আট হাজার ৯৯৩ জন। কেন্দ্রীয় পরীক্ষায় এক লাখ দুই হাজার ৫৮৪ জন ছাত্র এবং এক লাখ ছয় হাজার ৪০৯ জন ছাত্রী অংশ নিতে নিবন্ধন করেছে।
করোনার কারণে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গেল বছর মার্চ মাসে কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যায়। পরে সরকারি সিদ্ধান্তে মাদ্রাসা খোলে। এবার নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়া হচ্ছে।