Home বিনোদন কণ্ঠশিল্পী বিপাশা গুহঠাকুরতা আর নেই

কণ্ঠশিল্পী বিপাশা গুহঠাকুরতা আর নেই

বিপাশা গুহঠাকুরতা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: কণ্ঠশিল্পী বিপাশা গুহঠাকুরতা শুক্রবার দিবাগত রাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা অনিমেষ আইচ।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ এই শিল্পী। ঈদের পরেই তার বাইপাস সার্জারি করার কথা ছিল। তবে তা আর হলো না। শিল্পী বিপাশা গুহঠাকুরতা বাংলাদেশে নজরুল-সঙ্গীত চর্চায় একটি উল্লেখযোগ্য নাম। আশির দশকের শেষ ভাগ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি একনিষ্ঠভাবে নজরুল-সঙ্গীত চর্চায় মগ্ন ছিলেন।

বিপাশা গুহঠাকুরতা

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রিধারী এই শিল্পী গান শিখেছেন সঙ্গীত ভবন ও নজরুল ইন্সটিটিউট থেকে। তিনি আলোচিত ফেসবুক গ্রুপ ‘প্রসঙ্গ নজরুল-সঙ্গীত’-এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং এডমিন ছিলেন। শিল্পী বিপাশা গুহঠাকুরতা বাংলাদেশে নজরুল-সঙ্গীত চর্চায় একটি উল্লেখযোগ্য নাম। আশির দশকের শেষ ভাগ থেকে তিনি একনিষ্ঠভাবে নজরুল-সঙ্গীত চর্চায় মগ্ন। তার ‘বরণ করেছি তারে’ এলবামে মোট গান ১৪টি। গানগুলো হলো ‘কথা কও কও কথা’ ‘দূর আরবের স্বপন দেখি’ ‘জানি জানি প্রিয়’ ‘তুমি শুনিতে চেওনা’ ‘বরণ করেছি তারে সই’ ‘তোর রূপে সই গাহন করে’ ‘না মিটিতে আশা’ ‘সখী আর অভিমান জানাবো না’ ‘কেঁদোনা কেঁদোনা মাগো’ ‘হে প্রিয় আমারে’ ‘সখী আমি না হয়’ ‘কার বাঁশরী বাজে’ ‘এল কৃষ্ণ কানাইয়া’ ও ‘খেলা শেষ হল।‘