কনের মা আর বরের বাবা পালিয়ে গেলেন পুরনো প্রেমের টানে। আর তাতে আটকে গেল ছেলে আর মেয়ের বিয়ে।
হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছিল তরুণ-তরুণীর। কিন্তু কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি, সে বিয়ে পণ্ড হবে এমন একটি কারণে!
জানা গেছে, ছেলে-মেয়েদের বিয়ের ঠিক আগেই পাত্রীর মাকে নিয়ে পালিয়ে গেল পাত্রের বাবা! ঘটনায় রীতিমতো হইহই পড়ে গিয়েছে ভারতের গুজরাতের সুরাতে। লোকলজ্জায় মুখ দেখাতে পারছে না দুই পরিবার। কিন্তু ভালবাসা আর কবেই বা লোকলজ্জার পরোয়া করেছে! আর সে ভালবাসা যদি অনেক পুরনো হয়, তবে তার টান আরও বাড়ে বই কী! যেন সিনেমাকেও হার মানাল এই প্রেমকাহিনি। তবে লাভস্টোরি না কমেডি– কোন ক্যাটেগরিতে ফেলা হবে এই সিনেমাকে, সেটাই ভাবছেন সকলে।
পুরনো ভালবাসা ছিল ওই পাত্রের বাবার সঙ্গে পাত্রীর মায়ের। পরিবার সূত্রের খবর, তাঁরা কলেজে পড়ার সময় থেকেই একে অপরের পরিচিত ছিলেন। কিন্তু মহিলার বিয়ে হয়ে যায় অন্য জায়গায়। সময়ের সঙ্গে সঙ্গে পলি পড়ে যোগাযোগে। সাংসারিক জীবনে জড়িয়ে পড়েন দু’জনেই। তাঁদের ছেলে-মেয়েদের বিয়ে ঠিক হয় সম্প্রতি।
তখন অবশ্য কেউই জানতেন না, এই বিয়ের সূত্র ধরেই ফের পরস্পরের দেখা পাবেন তাঁরা! এর পরেই তলায়-তলায় ফের ঘনিয়ে ওঠে ভালবাসা। পুরনো চাল যেমন ভাতে বাড়ে, তেমনই বেড়ে ওঠে পুরনো প্রেমও। শেষমেশ সন্তানদের বিয়ের মাসখানেক আগে থেকে দু’জনে একত্রে নিখোঁজ হয়ে যান।
সূত্রের খবর, দুই পরিবারের সম্মতিতেই সিলমোহর পড়েছিল ওই তরুণ-তরুণীর সম্পর্কে। তখনই পরস্পরকে ফিরে পান পাত্রের প্রৌঢ় বাবা ও পাত্রীর প্রৌঢ়া মা। এক বছর আগে বাগদানও হয়ে গেছিল পাত্র-পাত্রীর। চলতি বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওই পাত্র-পাত্রীর বিয়ের দিনও ঠিক হয়েছিল। তাঁদের বাবা ও মায়ের নিখোঁজ হয়ে যাওয়ার জন্যে ইতিমধ্যেই ওই দু’জনের বিয়ে আটকে গেছে।
ছেলের বাবা কাটারগাম এলাকা থেকে নিখোঁজ হন বলে জানা গেছে। টেক্সটাইল ও জমির ব্যবসা রয়েছে ৪৮ বছরের ওই ব্যক্তির। একই দিনে মেয়ের মা, ৪৬ বছরের ওই মহিলা নিখোঁজ হন নওসারি এলাকা থেকে। খুব স্বাভাবিক ভাবেই এই ঘটনায় হতভম্ব হয়ে পড়ে দুই পরিবারই। পড়ে চরম লজ্জার মুখেও। দুই পরিবারের তরফেই পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে।
বিজনেসটুডে২৪ ডেস্ক