বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বন্দর কর্তৃপক্ষ এবার ১৪ দিনের জন্য স্টোররেন্ট ৫০ শতাংশ হারে মওকুফ সুবিধা দিলো। ইতিপূর্বে তিন দফায় ৫২দিন শতভাগ স্টোর রেন্ট মওকুফ করা হয়।
বন্দর কর্তৃপক্ষ অটল ছিলেন নতুন করে আর স্টোররেন্ট মওকুফ সুবিধা না দেয়ার ব্যাপারে। শেষ পর্যন্ত তা সম্ভব হলো না। ৫০ শতাংশ হারে মওকুফ সুবিধা দিতে হলো আবারও। ১৭ মে থেকে ৩০ মে পর্যন্ত সময়ে জাহাজ থেকে যেসব কন্টেইনার নামবে ও ডেলিভারি নেয়া হবে সেগুলোতে ফ্রি টাইমের পর প্রযোজ্য স্টোর রেন্ট ৫০ শতাংশ মওকুফ হবে। এর আগে সাধারণ ছুটির মধ্যে যেসব কন্টেইনার অবতরণ করেছে এবং এখনও ডেলিভারি নেয়া হয়নি সেগুলো ১৬ মে পর্যন্ত সময়ের জন্য শতভাগ হারে এবং পরবর্তীতে ৩০ মে পর্যন্ত সময়ে ডেলিভারি গ্রহণে স্ল্যাব অনুসারে যে রেন্ট আসবে তার ৫০ শতাংশ রেয়াতি সুবিধা পাবে।
এ ব্যাপারে সোমবার সার্কুলার ইস্যু হয়েছে। এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে ১৭ মে থেকে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকায় ওই সময়ে চট্টগ্রাম বন্দরে যেসব কন্টেইনার অবতরণ করবে ও ডেলিভারি নেয়া হবে, সেসব কন্টেইনারের প্রযোজ্য স্টোর রেন্ট ৫০% মওকুফ যোগ্য হবে।
এ সময়ের পরে স্বাভাবিক নিয়মে পূর্ণ হারে স্টোর রেন্ট আদায়যোগ্য বলে সার্কুলারে উল্লেখ করা হয়।
বন্দরে অবতরণকৃত যেসব কন্টেইনারের ৪ দিনের ফ্রি টাইম সরকার ঘোষিত সাধারণ ছুটি ২৬ মার্চ বা তার পরে শেষ হয়েছে সেগুলোর ক্ষেত্রে ১৬মে পর্যন্ত স্টোর রেন্ট শতভাগ মওকুফ এবং ১৭ মে থেকে ৩০ মে পর্যন্ত প্রযোজ্য স্ল্যাব অনুযায়ী ৫০% মওকুফযোগ্য হবে।
শনিবার শেষ হয়েছে শতভাগ স্টোররেন্ট মওকুফের সময়সীমা। সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়ানোকে কারণ হিসেবে উল্লেখ করে আবারও মওকুফ সুবিধা চেয়েছে বিজিএমইএ।
৩ দফায় সুবিধা দিয়েও প্রত্যাশিত সুফল না পাওয়ায় বন্দর কর্তৃপক্ষ তাদের কঠোর মনোভাব প্রকাশ করে। স্টোররেন্টে নতুনভাবে কোনরূপ মওকুফ সুবিধা দেয়ার বিপক্ষে ছিল তাদের অবস্থান। এ অবস্থার মধ্যে আবারও ৫০ শতাংশ মওকুফ করতে হলো স্টোররেন্ট।