Home সারাদেশ কবিরহাটে গৃহবধুকে স্বামীর সামনে অর্ধউলঙ্গ করে ভিডিও

কবিরহাটে গৃহবধুকে স্বামীর সামনে অর্ধউলঙ্গ করে ভিডিও

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

নোয়াখালী: কবিরহাট উপজেলায় এক গৃহবধূকে (৩৮) মধ্যযুগীয় কায়দায় তার দ্বিতীয় স্বামীর সামনে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ করে নগদ ৮ হাজার টাকা ও গোয়াল ঘর থেকে গরু, তিনটি মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত  ২৬ জুলাই রাতে উপজেলার ধানশালিক ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার ছয় দিন অতিবাহিত হলেও ভয়ে ভুক্তভোগী পরিবারটি মামলা করেনি। পরিবারটি আতঙ্কে দিনাতিপাত করছে। বর্তমানে ওই বাড়ি থেকে সরে গিয়ে বসুরহাটে অবস্থান করছেন।

অভিযুক্তরা হলো, কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবু বক্কর ছিদ্দিক তানভির (৩২), একই ওয়ার্ডের ওমর ফারুক (৩২), রাজন (৩০) ও আলতাফ (২৫)।

ভুক্তভোগী গৃহবধূর মেয়ে (১৮) অভিযোগ করে বলেন, গত সোমবার (২৬ জুলাই) রাত ১২টার দিকে তিনি তার পরিবারের সব সদস্যসহ ঘরে ছিলেন। তখন চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তানভির, ফারুক, রাজন, আলতাফ ও তাদের সাঙ্গপাঙ্গরা বসত ঘরের দরজায় লাথি মারে। দরজা খুলে দিলে তারা ঘরে প্রবেশ করে তার সৎ বাবাকে বেধড়ক মারধর করে আট হাজার হাজার টাকা ও তিনটি মোবাইল ছিনিয়ে নেয়। এরপর হামলাকারীরা ২ লাখ টাকা দাবি করে। শেষে ২ লাখ টাকা দিতে না পারায় গোয়ালঘর থেকে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের একটি বাছুরসহ গাভি নিয়ে যায়। পরে তারা তার মাকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ করে। আমরা বর্তমানে ওই বাড়ি থেকে অন্যত্র অবস্থান করছি।

তিনি বলেন, আমার মায়ের সঙ্গে বাবার (৯০) তালাক হয়ে যাওয়ার পর আংকেলের সঙ্গে বিয়ে হয়। আমার বাবা বৃদ্ধ হওয়ায় আমরা তাকে ছেড়ে যাইনি। আমার মায়ের বর্তমান স্বামী (৪০), মা, বাবা, ভাই-বোন সবাই একই সঙ্গে বসবাস করছি। মায়ের নতুন বিয়ে হয়েছে তিন মাস আগে। সামাজিকভাবে এ বিষয়টি কাউকে জানানো হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবু বক্কর ছিদ্দিক তানভির বলেন, ওই নারী সেখানে দুজন স্বামীর সঙ্গে বসবাস করছে। এ জন্য সমাজের লোকজন তাদের ধরে স্থানীয় মেম্বারকে জানান।

তবে তিনি ভিডিও ধারণ, টাকা, মোবাইল এবং গরু লুটের সঙ্গে জড়িত নেই বলে দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি। আমার সাব ইন্সপেক্টর ঘটনাস্থলে গিয়েছিল। খোঁজ খবর নিয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।