Home চট্টগ্রাম বীরমুক্তিযোদ্ধা কমরেড মাহফুজ মারা গেছেন

বীরমুক্তিযোদ্ধা কমরেড মাহফুজ মারা গেছেন

কমরেড মাহফুজুল ইসলাম

চট্টগ্রাম: আজীবন বাসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  কমরেড মাহফুজুল ইসলাম এর মৃত্যুতে বাসদ চট্টগ্রাম জেলা শাখার শোক ও শ্রদ্ধা নিবেদন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সদস্য কমরেড মাহফুজুল ইসলাম গতকাল  ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিজ এলাকা মিরসরাই মলিয়াইস এলাকায়  নিজ পারিবারিক কবরস্থানে  তাঁকে  রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় ।
বাসদ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে  কমরেড মাহফুজুল ইসলামের  সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, মিরসরাই বাসদ সদস্য আশুতোষ চৌধুরী, বাসদ সমর্থক শফিউল ইসলাম মাস্টার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, কমরেড মাহফুজুল ইসলামের ছেলে রাশেদুল ইসলামসহ পরিবার ও স্থানীয় পার্টির অন্যান্য সদস্যবৃন্দ । আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন কমরেড মাহ্ফুজুল ইসলামের সহযোদ্ধা মুক্তিযোদ্ধা নুরুল আলম।
বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম এদেশের মানুষের মুক্তির লড়াই সংগ্রামের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জাসদ রাজনীতিতে সক্রিয় হন । ১৯৮০ সালে বাসদ প্রতিষ্ঠাকালীন সময়ে বাসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন । কমরেড মাহফুজ মার্ক্সবাদী আদর্শ ও বিপ্লবী রাজনীতিতে অবিচল ছিলেন । শারিরীক অসুস্থতা থাকা সত্ত্বেও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় লড়াইয়ের স্বপ্ন দেখতেন । আজীবন বাসদ রাজনীতির সাথে যুক্ত থেকে কমরেড মাহফুজুল ইসলাম  বামপন্থা রাজনীতি  ও নিপীড়িত মানুষের মুক্তি সংগ্রামে আস্থাশীল ছিলেন ।
-সংবাদ বিজ্ঞপ্তি