বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কলকাতা: করোনায় মারা গেছেন কবি শঙ্খ ঘোষ। গত সপ্তাহেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া সাহিত্য মহলে।
এক সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়েছিলেন কবি। রিপোর্টে কোভিড পজিটিভ আসার পরে বাড়িতেই অন্দরবাসে ছিলেন। বার্ধক্যজনিত সমস্যা ছিলই, করোনা সংক্রমণ আরও দুর্বল করে দেয় তাঁকে। গতকাল রাতে আচমকা শারীরিক অবস্থার অবনতি হরতে থাকে। আজ সকালে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। কিন্তু বাঁচালো গেল না কবিকে। কলকাতার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শঙ্খ ঘোষের পরিচয় অনেক, কবি, গদ্যশিল্পী, সমালোচক, অধ্যাপক। কবি শঙ্খ ঘোষ এবং গদ্যশিল্পী শঙ্খ ঘোষ একে অপরের পরিপূরক। গদ্যকার শঙ্খ ঘোষের প্রতিটি রচনায় বৈদগ্ধ্য ও রসবোধের স্নিগ্ধতা পাশাপাশি অবস্থান করে। তাঁর বিপুল গদ্য সংগ্রহ না পড়লে এক অসামান্য অমৃতভাণ্ডার থেকে বঞ্চিতই থাকতে হয়।
কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। বাংলাদেশের চাঁদপুরে ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করে। তাঁর আদি নিবাস বাংলাদেশের বরিশাল জেলার বানারি পাড়া গ্রামে। তাঁর বেড়ে ওঠা পাবনায়। সেখানকার চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ১৯৫১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় কলা বিভাগে স্নাতক করেন, স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে অধ্যাপনা করেছেন। ১৯৯২ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন। দিল্লি বিশ্ববিদ্যালয়, শিমলায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্স স্টাডিজেও শিক্ষকতা করেছেন। ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমিতে সম্মানিত করা হয় তাঁকে। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে ‘উর্বশীর হাসি’, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘ওকাম্পোর রবীন্দ্রনাথ’, ‘গান্ধর্ব কবিতাগুচ্ছ’ ইত্যাদি।