Home Third Lead চট্টগ্রামে করোনায় আরও ৬জনের প্রাণ গেল

চট্টগ্রামে করোনায় আরও ৬জনের প্রাণ গেল

ফাইল ছবি


বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: জেলায় নতুন করে আরও ছয়জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। বুধবার সকাল দশটা হতে বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮৬টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৪৭৩ কোভিড-১৯ রোগী। মোট আক্রান্তের সংখ্যাটা গিয়ে দাঁড়ালো ৪৩ হাজার ১৮৮ জনে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) চট্টগ্রামের সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানাগেছে।

২৪ ঘণ্টায় মোট আটটি ল্যাবে চট্টগ্রামের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষায় ৭৯ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮৬০টি নমুনা পরীক্ষা করে ৮৮ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। 
 
এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫২৩টি নমুনা পরীক্ষা করে ২৩ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৭৩টি নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।  

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২০২টি নমুনা পরীক্ষা করে ৭৬ জন ও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩১৮টি নমুনা পরীক্ষা করে ৭০ জনের শরীরে করোনা মিলেছে। 

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৩টি নমুনা পরীক্ষা করে ২০ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) একটি নমুনা পরীক্ষা করে একজনের করোনা পজেটিভ আসে।
অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের দুটি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৯০ জন এবং ৮৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।