Home Third Lead করোনারোগীতে ঠাসা বিদ্যানন্দ হাসপাতাল

করোনারোগীতে ঠাসা বিদ্যানন্দ হাসপাতাল


নাজমুল হোসেন
চট্টগ্রাম:
প্রতিদিনই বাড়ছে মহামারি করোনার সংক্রমণ। যেখানে করোনা শনাক্তের পরিমাণ তিন শতাংশে নেমে এসছিল, সেখানে আক্রান্তের সংখ্যা আবার প্রায় ১০ শতাংশে উঠে গেছে।
সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল করোনা আক্রান্ত রোগীতে পরিপূর্ণ। নতুন ভর্তি সম্ভব হচ্ছে না। ফিরিয়ে দিতে হচ্ছে রোগীদের এমনটাই জানাচ্ছেন সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের সমন্বয়ক জামাল উদ্দিন। 
বিজনেসটুডে২৪কে জানান, ভারতীয় ডেলটা ভেরিয়েন্টের প্রভাবে আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় ইতিমধ্যে পরিপূর্ণ আমাদের হাসপাতাল। বেড খালি নেই। অর্থ সংকট থাকলেও বিনামূল্যেই রোগীর সেবা দেয়া হচ্ছে ।
শনিবার(১৯ জুন) সরেজমিনে দেখা যায়, ৭ তলা বিশিষ্ট হাসপাতালে করোনা রোগীদের ওয়ার্ড ৩য় তলা থেকে। সব ওয়ার্ডে বেড সংখ্যা পূর্ণ হয়ে গেছে। মোট রোগীর সংখ্যা ৫১ জন। এর মধ্যে করোনা আক্রান্ত ৪৫ এবং করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৬ জন। হাসপাতালের অভ্যন্তরীণ বিভাগের ধারণ ক্ষমতা পূর্ণ। ৩০১, ৩০২, ৩০৪, ৩০৮ বেডে মুমূর্ষু রোগী চিকিৎসাধীন । এইসব রোগীদের অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। বেড খালি না থাকায় অনেক রোগীকে ফেরত পাঠানো হচ্ছে। 


আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায়, বেড়ে চলেছে হাসপাতালে চিকিৎসক ও নার্সদের ব্যস্ততা। জনগণের টাকায় পরিচালিত এই হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপোর্টসহ বিশেষজ্ঞ ১০ জন চিকিৎসক, আটজন নার্স ও ৪০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।

 
জামাল উদ্দিন আরো জানান, আমরা রোগীদের জন্য প্রিমিয়াম সার্ভিস দিচ্ছি। এখানে ২৪ টি রুমে ৩ টি করে বেড আছে। আমরা ডায়বেটিস রোগীদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা গ্রহণ করেছি। তাছাড়া আমরা ‘এপিক’ থেকে করোনার টেষ্ট করাই। আমাদের নিজস্ব ল্যাবও আছে।


সিভিল সার্জন কার্যালয় থেকে শনিবার (১৯ জুন) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় ৯৮০টি নমুনা পরীক্ষা নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৭ জনের। এদিন করোনায় মৃত্যু হয়েছে তিন জনের।