Home করোনা আপডেট উন্মুক্ত স্থানে সমাবেশ, অনুষ্ঠান বন্ধ

উন্মুক্ত স্থানে সমাবেশ, অনুষ্ঠান বন্ধ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বন্দরনগরীতে আবারো করোনার প্রকোপ প্রবল হওয়ায় সভা-সমাবেশ এবং সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে আসছে পরিবর্তন। জেলার কোথাও উন্মুক্ত স্থানে এই সকল অনুষ্ঠান আর করা যাবে না এবং ইনডোরে এসব অনুষ্ঠান করলেও মানতে হবে সবধরনের স্বাস্থ্যবিধি। সেইসাথে নগরবাসীর স্বাস্থ্যবিধি পালনে আবারও মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ মার্চ) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

জেলা প্রশাসক বলেন, করোনার প্রকোপ আবার বেড়েগেছে। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করার জন্য মাঠে নামবে জেলা প্রশাসন। আমরা জোরেসোরে আবার মাঠে নামবো। সভা-সমাবেশ এবং সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান আউটডোরে নিষিদ্ধ। কিন্তু ইনডোরে অনুমতি দেয়া আছে। বলা হয়েছে, পরিপূর্ণ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ইনডোর প্রোগ্রাম করতে পারবে।

তিনি আরো বলেন, আমরা দেখেছি মানুষজন স্বাস্থ্যবিধি না মেনে বেপরোয়া চলাফেরা করছেন। শহরের কোথাও করোনাভীতি নেই। আরেকটি কারণ হতে পারে আমরা বাঙ্গালী জাতি খুব সাহসী জাতি। অন্য দেশে লকডাউন বলার সাথে, সাথে লকডাউন হয়ে যায়। মানুষ নিজেদের উদ্যোগে সেটি নিজেরাই পালন করে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পার্সপেক্টিভ অন্যরকম। আমরা প্রথমে জনগণকে সতেচন করার জন্য মাঠে নামবো। শুরুতেই জরিমানা করা হবে না। তবে ধীরে ধীরে আমরা সেইদিকেই যাবো। আজ থেকে কেউ মাস্ক ছাড়া থাকলে আমরা তাদের মাস্ক দিয়ে সহযোগিতা করবো। কিন্তু পরবর্তীতে আমরা জরিমানার দিকে যাব।

এদিকে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলনের পরপরই মাঠে নামেন নির্বার্হী ম্যাজিস্ট্রেটরা। নগরের কোতোয়ালী, নিউ মার্কেট, বহদ্দারহাট, আগ্রাবাদসহ ৬টি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে অভিযান পরিচালনা করেন ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।