বিজনেসটুডে২৪ ডেস্ক
থেমে নেই করোনার প্রাণহানি। করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৫২২ জনের। আক্রান্ত হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ১০৮ জন। জনস হপকিনস ইউনিভার্সিটির রিসোর্স সেন্টার থেকে এ তথ্য জানা যায়।
যুক্তরাষ্ট্রে বাইডেনের ক্ষমতা গ্রহণের পর টিকাদান কার্যক্রম চলছেই। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ওষুধ প্রশাসন অধিদপ্তর (এফডিএ) তিনটি টিকার অনুমোদন দিয়েছে। এগুলো হল ফাইজার-বায়োএনটেক, ওষুধ কোম্পানি মর্ডানার টিকা ও সর্বশেষ জনসনের টিকা। গেল বছরের ১৪ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে টিকা প্রদান শুরু হয় ।
আমেরিকার পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি পাঁচ লাখ ৮৮ হাজার জন। করোনায় মৃত্যু হয়েছে দুই লাখ ৫৫ হাজার ৭৪০ জন।
সংক্রমণের দিক থেকে দ্বিতীয় থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ১১ লাখ ২৫ হাজার ৫২৯ জন। মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ২৪৮ জন। মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৮৫ হাজার ৭১৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৮৬ হাজার ৯৩৮ জন।