বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: আর্ত মানবতার সেবায় নিবেদিত কাশেম-নূর ফাউন্ডেশন এবার এগিয়ে আসছে চট্টগ্রামে দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দু’ পুলিশ সদস্যের পরিবারের পাশে।
বৃহস্পতিবার এই দু’ পুলিশ পরিবারের জন্য আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হবে। ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও সাংসদ জিয়াউদ্দিন বাবলু’র পক্ষে চেক হস্তান্তর করা হবে সিএমপি কমিশনার মাহবুবুর রহমানের কাছে। চেক হস্তান্তর করবেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল আলম। প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে প্রদান করা হবে।
ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সিএমপি’র এএসআইর পরিবারকেও আর্থিক অনুদান প্রদান করা হবে পরে।
কাশেম-নূর ফাউন্ডেশন করোনাভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে নগরীর চান্দগাঁও থানা এবং চট্টগ্রাম জেলার বোয়ালখালী, রাউজান, রাঙ্গুনিয়া এলাকায় মধ্যবিত্ত এবং কর্মহীন প্রায় ২৪ হাজার পরিবারকে ইফতার ও খাবার সামগ্রী প্রদান করেছে।
কাশেম-নূর ফাউন্ডেশন ফ্রি এম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে সারা বছর নগরী ও বিভিন্ন উপজেলা থেকে হাসপাতালে রোগী পৌঁছে দেয়। এছাড়াও করোনা দূর্যোগে মানুষের মধ্যে আতঙ্ক না ছড়িয়ে সচেতন হওয়ার জন্য চান্দগাঁও আবাসিক এলাকায় লিফলেট, ফেস্টুন প্রকাশসহ ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে। এলাকা পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি রাস্তায় জীবানুনাশক ছিটানো ও ধুলাবালি মুক্ত পরিবেশ রাখতে ব্যাপক ভূমিকা রাখছে এ ফাউন্ডেশন।