Home First Lead করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে চট্টগ্রামে ভোট

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে চট্টগ্রামে ভোট

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা ছিল ২৯ মার্চ। করোনা পরিস্থিতিতে জনসাধারণের দাবির মুখে তা স্থগিত করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেই নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলগমীর।

আগারগাঁও নির্বাচন ভবনে রবিবার বিকেলে এই তথ্য জানিয়ে তিনি বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনের জন্য সময় রয়েছে ৫ আগস্ট পর্যন্ত। এরপর আরও ৯০দিন সময় নেয়া যাবে। করোনা মহামারি কাটার আগে  নির্বাচন করার কোনো পরিকল্পনা নেই। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নির্বাচন হবে।

তিনি বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য ৫ আগস্ট পর্যন্ত সময় আছে। এরপরও ৯০ দিন সময় নেওয়া যাবে। তাই করোনা মহামারি কাটার আগে এ নির্বাচন করার কোনো পরিকল্পনা নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে ভোট করা হবে।

২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। ২৯ মার্চ চট্টগ্রাম সিটির ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। করোনার কারণে ২১ মার্চ ভোট স্থগিত করে ইসি।

ভোটে বৈধ ছয় প্রার্থী হলেন- আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম।