Home আন্তর্জাতিক করোনা: মুম্বইতে আক্রান্ত লাখ ছাড়িয়েছে

করোনা: মুম্বইতে আক্রান্ত লাখ ছাড়িয়েছে

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতের অন্যতম ব্যস্ত শহর মুম্বইতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ লক্ষ। সোমবার নতুন করে করোনা আক্রান্ত হলেন ১ হাজার ৪৩ জন। যার ফলে মুম্বইতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ২ হাজার ২৬৭ টি। তবে সেরে ওঠা মানুষের সংখ্যা ৭২ হাজার।

অন্যদিকে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। সোমবার আরও ৪১ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৭৫২ তে। তবে ভালো খবরও রয়েছে। করোনায় বেড়েছে সুস্থতার হার। আগে যা ছিল ৭০ শতাংশ। সেই হার বেড়ে এখন দাঁড়িয়েছে ৭১ শতাংশ।

বিএমই জানাচ্ছে, শহরে বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮৬৫ টি। গত সাত দিনে করোনা আক্রান্তের হার দ্বিগুণ হয়েছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে গোটা ভারত জুড়ে বাড়ছে সংক্রমণ। সোমবার সকালে সব রেকর্ড ভেঙে আক্রান্ত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। তবে সুখবর হল ভারতেও খুব শীঘ্রই শুরু হবে অক্সফোর্ডের ভ্যাক্সিনের ট্রায়াল। ভারতের যে সংস্থা অক্সফোর্ডের এই গবেষণায় অংশ নিয়েছে, তাদের তরফেই একথা জানানো হয়েছে।

ভারতের ‘সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’র তরফে আদর পুনাওয়ালা জানিয়েছে, ‘গবেষণায় ইতিবাচক ফল এসেছে। এতে আমরা অত্যন্ত খুশি। তিনি আরও জানিয়েছেন, অনুমোদন পেলেই ভারতে ট্রায়াল শুরু করবেন তাঁরা। পাশাপাশি ভারতে বিপুল পরিমাণে ভ্যাক্সিন তৈরির কাজ শুরু হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

Translate »