বিজনেসটুডে২৪ ডেস্ক
টিকা কেনাসহ করোনা মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশকে তিন চুক্তির আওতায় একশো চার কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডির সঙ্গে এ বিষয়ে বিশ্বব্যাংকের ঋণচুক্তি হয়েছে।
বুধবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চুক্তিতে সই করেন ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, প্রণোদনা ঘোষণা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ করোনাকে বেশ ভালোভাবেই মোকাবিলা করেছে। কিন্তু অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশকে টিকাদানের ওপর নির্ভর করতে হবে। এই অর্থায়নের আওতায় বাংলাদেশের মোট জনসংখ্যার তিনভাগের একভাগ মানুষকে টিকা দেয়া যাবে বলে জানান তিনি।
।