Home First Lead করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ২১, শনাক্ত ১৯৭৫

করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ২১, শনাক্ত ১৯৭৫

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ২১ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫০১ জনের।

নতুন করে এ সময়ে আক্রান্ত হয়েছেন ১,৯৭৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫৮৫।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
জানান, ৪৮টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৫৪১টি। পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪৫১টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ১ হাজার ৯৭৫ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫৮৫ জন।এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আরো ২১ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০১ জন।
তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪৩৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩৪ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ  ছড়িয়ে পড়েছে সারাদেশে ।