বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সিটি কর্পোরেশনের অচল এবং মেরামতে থাকা গাড়ির জন্যও জ্বালানি তেল নেয়া হতো নিজস্ব জ্বালানি স্টেশন থেকে। অতিরিক্ত তেল নিয়ে তা বেচে দেয়া হতো।
সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন মঙ্গলবার এই তথ্য জানিয়ে বলেন, কোন পরিবহন ১০ কিলোমিটার চললেও ক্ষেত্র বিশেষে ৪০ কিলোমিটার পর্যন্ত চলাচলের জন্য তেল উত্তোলন করার নজির রয়েছে। এসব তদন্তে বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে এবং এক সপ্তাহর জন্য বাইরে থেকে জ্বালানি কেনা হচ্ছে। এ ক্ষেত্রে লিটার প্রতি তিন টাকা বেশি দামে বাইরে থেকে কেনা হলেও তা আগের দামের সাথে সঙ্গতিপূর্ণ। কারণ আগের দামের সাথে যে উৎস কর যুক্ত ছিলো, বাইরে থেকে কেনা তেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়।