Home ক্যারিয়ার কর কমিশনার (আপীল) কার্যালয়ে চাকরি

কর কমিশনার (আপীল) কার্যালয়ে চাকরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনার (আপীল)-এর কার্যালয়, কর আপীল অঞ্চল-৩, ঢাকা। সাতটি ভিন্ন পদের বিপরীতে মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম: কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মেশিন অপারেটর ও অফিস সহায়ক।

পদ সংখ্যা: সর্বমোট ১৩ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক/ এইচএসসি অথবা এসএসসি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন-ভাতা: বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে (http://taz3.teletalk.com.bd) করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৭ মার্চ, ২০২১।

-এনটিভি