Home কলকাতা কলকাতায় বাংলাদেশের তৃতীয় চলচ্চিত্র উৎসব

কলকাতায় বাংলাদেশের তৃতীয় চলচ্চিত্র উৎসব

তৃতীয় বছরে মত কলকাতায় শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২১। শহরের নন্দনের সবগুলো প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে বাংলাদেশের ২৭টি চলচ্চিত্র। ৫ ফেব্রুয়ারি থেকে এই উৎসব চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পশ্চিমবঙ্গে কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনে বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উৎসবের উদ্বোধন করেছেন।

এসময় বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, চলচ্চিত্র জীবনের কথা বলে। চলচ্চিত্র মানুষকে হাসায়-কাঁদায়। চলচ্চিত্র সমসাময়িক কালকে সংরক্ষণ করে। এই চলচ্চিত্র দুই দেশের বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করতে পারে।

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামের আঁখি ও তার বন্ধুরা, জয়া আহসানের দেবী, হাসিবুর রেজা কল্লোলের সত্ত্বা ছাড়াও বাংলাদেশের প্রথম সারির ২৭ নির্মাতার চলচ্চিত্র স্থান পেয়েছে এবারের চলচ্চিত্র উৎসবে।

কোভিড বাস্তবতায় আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি মেনেই কলকাতার নন্দনের প্রেক্ষাগৃহগুলোতে দেখানো হবে বাংলাদেশি চলচ্চিত্র। কলকাতার বাংলাদেশের উপ হাইকমিশনের প্রথম সচিব প্রেস মোফাকখারুল ইকবাল বলেন, প্রেক্ষাগৃহগুলোতে ৮০ শতাংশ আসন দর্শকদের জন্য বরাদ্দ রাখা হবে এবং প্রবেশের সময় মাস্ক বাধ্যতামূলক থাকবে।

বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উৎসবের সূচনা করলেও তাকে ঘিরে থাকবেন দুই বাংলার প্রথম সারির চলচ্চিত্র শিল্পী কলাকুশলীরাও। থাকবেন কলকাতার উপ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসানসহ অন্য শীর্ষ কর্মকর্তারাও।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা, পশ্চিমবঙ্গের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসু, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান প্রমুখ।

এ ছাড়া অভিনয়শিল্পী জয়া আহসান, রিয়াজ, মিথিলা, সৃজিতসহ দুই বাংলার তারকারা এ সময় উপস্থিত ছিলেন।