Home Uncategorized কসবায় দু’ট্রেনের সংঘর্ষ: ১৫ জনের লাশ উদ্ধার, আহত শতাধিক ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট...

কসবায় দু’ট্রেনের সংঘর্ষ: ১৫ জনের লাশ উদ্ধার, আহত শতাধিক ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দু’ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ব্যাপক প্রাণহানির আশংকা করা হচ্ছে।

আজ মঙ্গলবার ভোররাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ, ফায়ার সার্ভিস, রেলওয়ে ও সেনাবাহিনী।

 ব্রাহ্মণাবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান দুর্ঘটনা প্রসঙ্গে জানান, বিভিন্ন সংস্থা ও স্থানীয় জনসাধারণ উদ্ধার অভিযান চালাচ্ছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হচ্ছে। 

দুর্ঘটনাকবলিত ট্রেনের যাত্রী ও স্থানীয়রা জানিয়েছেন, এ পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। শতাধিক যাত্রী আহত হয়েছে বলে তাদের অনুমান। আরও জানান,

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস দুর্ঘটনার বিষয়ে জানান, প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পেতে পারে। দুমড়ে মুচড়ে যাওয়া বগির নিচে অনেকে আটকে আছে বলে আশংকা করেন তিনি। ফায়ার সর্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে থামার মুহূর্তে ঢাকামুখি তুর্ণা এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। উদয়ন ট্রেনটি তূর্ণা নিশীথাকে সাইড দিচ্ছিলো। ওই সময় উদয়নের অর্ধেক বগি অন্য লাইনে ঢোকার পর বাকি বগিগুলোতে তূর্ণা নিশীথা ধাক্কা দেয়। এতে দুটি বগি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে । এই দু’পথের সব ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে।