বিজনেসটুডে২৪ প্রতিনিধি
নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদকসহ দুজনের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে কাদের মির্জার চার সহযোগিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককরা হলেন- চরপার্বতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. আসলামের ছেলে ইসমাইল হোসেন পলাশ (২৫), বসুরহাট পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের মৃত মনোরঞ্জন মজুমদারের ছেলে প্রবণ চন্দ্র মজুমদার (৩৩), ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবুল বাসারের ছেলে ইমাম হোসেন ছোটন (২৪) ও ৭ নম্বর ওয়ার্ডের মৃত মনির আহমেদের ছেলে নুর আলম প্রকাশ রাসেল (২৮)।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হামলার ঘটনায় জড়িতদের আটকে পুলিশের বেশ কয়েকটি টিম অভিযানে রয়েছে। জেলা থেকে অতিরিক্ত পুলিশও আনা হয়েছে।
সোমবার দুপুরের দিকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড করালিয়ার কলাবাগান এলাকায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরনবী চৌধুরীকে গুলি করে ও পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাছাড়া উপজেলা আ. লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নুরুজ্জামান স্বপনকেও (৪৫) হামলা চালিয়ে আহত করলে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। কাদের মির্জার অনুসারীরা এ হামলায় জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।