বিজনেসটুডে২৪ ডেস্ক
আফগানিস্তানের চলতি ঘটনাবলীর স্রোতে নয়া মোড়। নিজেকে আফগান ‘কেয়ার টেকার’ প্রেসিডেন্ট ঘোষণা করলেন আমরুল্লা সালেহ। বিদায়ী আফগান জমানার ভাইস প্রেসিডেন্ট তিনি। ট্যুইটারে নিজেই একথা জানান তিনি।
প্রেসিডেন্ট আশরফ গনি গত রবিবার তালিবান কাবুলে ঢুকতেই দেশ ছেড়ে পালান। দাবি করেন, দেশে রক্তগঙ্গা এড়াতেই তাঁর দেশত্যাগ। সালেহ দেশের সংবিধানের বিধি উল্লেখ করে নিজেকে অস্থায়ী উপ রাষ্ট্রপতি ঘোষণা করে বলেছেন, আফগানিস্তানের সংবিধান অনুসারে প্রেসিডেন্টের অনুপস্থিতি, পলায়ন, তাঁর ইস্তফা বা মৃত্যুতে ভাইস প্রেসিডেন্টই দেশের কেয়ার টেকার প্রেসিডেন্ট হবেন। আমি বর্তমানে দেশে রয়েছি। আইনসম্মত, বৈধ তদারকি প্রেসিডেন্ট আমি। সব নেতার কাছে আমি তাঁদের সাহায্য চাইছি, সার্বিক ঐকমত্য তৈরি করতে চাইছি।
Clarity: As per d constitution of Afg, in absence, escape, resignation or death of the President the FVP becomes the caretaker President. I am currently inside my country & am the legitimate care taker President. Am reaching out to all leaders to secure their support & consensus.
— Amrullah Saleh (@AmrullahSaleh2) August 17, 2021
গত সপ্তাহে প্রেসিডেন্ট গনির পৌরহিত্যে অনুষ্ঠিত নিরাপত্তাসংক্রান্ত বৈঠকে সালেহ বলেছিলেন, তিনি সশস্ত্র বাহিনীকে নিয়ে গর্বিত। তালিবানকে সর্বশক্তি দিয়ে রুখতে, প্রতিরোধ গড়ে তুলতে যা যা করা সম্ভব, তার সবই করবে সরকারি। কিন্তু বাস্তবে তা হয়নি। তালিবানের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে আফগান বিশেষ বাহিনী। যদিও সালেহ তালিবানকে অস্বীকার করেছেন, ট্যুইট করে বলেছেন, আমি কখনও কোনও পরিস্থিতিতেই তালিবান সন্ত্রাসবাদীদের কাছে মাথা নত করব না। আমি আমার হিরো কমান্ডার, প্রবাদপ্রতিম পথপ্রদর্শক আহমেদ শাহ মাসুদের আত্মা, ঐতিহ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। আমি সেই অসংখ্য জনতাকে হতাশ করব না, যারা আমার কথা শুনছেন। তালিবানের সঙ্গে এক ছাদের নীচে থাকতে পারব না। কখনও নয়।
I will never, ever & under no circumstances bow to d Talib terrorists. I will never betray d soul & legacy of my hero Ahmad Shah Masoud, the commander, the legend & the guide. I won't dis-appoint millions who listened to me. I will never be under one ceiling with Taliban. NEVER.
— Amrullah Saleh (@AmrullahSaleh2) August 15, 2021
রবিবার গনি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব ও প্রেসিডেন্টের প্রশাসনিক অফিসের প্রধান ফাজেল মহম্মদ ফাজলিকে নিয়ে দেশ ছাড়েন। তালিবান সেদিনই কাবুলে ঢুকে প্রেসিডেন্ট ভবন দখল করে। আফগান জনপ্রতিনিধিদেরও অনেকে পালিয়ে ইসলামাবাদ চলে যান। আফগান পার্লামেন্টের স্পিকার মির রহমান রহমানি, ইউনুস কানুনি সহ অনেকে দেশ ছাড়েন।
দুদশক বাদে আফগানিস্তান ছাড়ছে মার্কিন সেনা। তাদের বিদায় প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার দুসপ্তাহ বাকি থাকতেই গোটা দেশ দখল করেছে তালিবান।