উজ্জ্বল রায়, নড়াইল থেকে: কালিয়া উপজেলায় সারের ৫ সাব-ডিলারকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বেশি দামে সার বিক্রিসহ দোকানে মূল্য তালিকা, না থাকাসহ অনিয়মের জন্য তাদেরকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৪ফেব্রুয়ারি) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জহিরুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা, সুবির কুমার বিশ্বাসের নেতৃত্বে উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার আইন – ২০০৯, মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুসারে মেসার্স লেয়াকত ট্রেডার্সকে ৩ হাজার টাকা, কাইয়ুম এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, লতা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, মেসার্স বকুল ষ্টোরকে ৩ হাজার টাকা ও খন্দকার কৃষি ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় স্থানীয় ব্যাক্তিবর্গ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।