বিজনেসটুডে২৪ প্রতিনিধি
বেনাপোল: শেষ পর্যন্ত বাংলাদেশি আমদানিকারকরা মহাদুর্ভোগ হিসেবে পরিচিত ভারতের পশ্চিবঙ্গের বনগাঁর কালীতলার জিম্মিদশা থেকে মুক্ত হলেন। ডিটেনশনের নামে সেখানে এক থেকে দেড়মাস পণ্যবাহী ট্রাক আটকে বাড়তি টাকা আদায়ের যে ফাঁদ এতদিন পাতা ছিল তা বাতিল করে ভারত সরকার চালু করেছে স্লট বুকিং অ্যাপস।
২৮ জুলাই থেকে চালু হওয়া অ্যাপসের মাধ্যমে যেকোনো স্থান থেকে অগ্রিম দশ হাজার টাকায় স্লট বুকিং করিয়ে দিনের দিন পণ্যবাহী ট্রাক প্রবেশ করানো যাবে বাংলাদেশে। এতে আমদানিকারকরা আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবেন। সময় সাশ্রয় হবে। রক্ষা পাবে পণ্যের গুণগত মানও।
বেনাপোল কাস্টমস, স্থলবন্দর কর্তৃপক্ষ, আমদানিকারকসহ সংশ্লিষ্টরা ভারত সরকারের স্লট বুকিং অ্যাপস চালুতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বলেছেন, দীর্ঘদিন থেকে যন্ত্রণাদায়ক একটি বিষয় থেকে মুক্তি পাওয়া গেলো। এর মাধ্যমে দেশে শিল্প পণ্যের উৎপাদনে গতিশীলতা তৈরি হবে। দামও কমে আসবে।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেছেন, কালীতলায় ডিটেনশন শূন্যের কোটায় নেমে এসেছে। এখন আর কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের আগে আটকে রাখা হয় না। স্লট বুকিং অ্যাপসের মাধ্যমে আগে থেকে বুকিং থাকায় ট্রাকগুলো দিনের দিন বাংলাদেশে প্রবেশ করছে। এর মাধ্যমে আমদানিকারক-রপ্তানিকারক উভয়েই ঘরে বসে পণ্যের অবস্থান সম্পর্কেও অবহিত হতে পারবেন।
বেনাপোল কাস্টমস হাউজের জয়েন্ট কমিশনার আব্দুল রশীদ মিয়া বলেন, ভারতীয় কর্তৃপক্ষ খুব অ্যাকটিভ। পণ্যবাহী ট্রাকগুলো সরাসরি বাংলাদেশে প্রবেশ করছে।
আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্টরা জানিয়েছেন, বাংলাদেশের গার্মেন্টস ও অন্যান্য শিল্পে ব্যবহৃত কাঁচামালের শতকরা ৮০ ভাগ আসে ভারতের বিভিন্ন রাজ্য থেকে। এসব পণ্যবাহী ট্রাক বুকিং দেয়ার সময় ওই দেশের রপ্তানিকারকরা প্রকৃত মূল্যের চেয়ে ডিটেনশন বাবদ বাড়তি মূল্য নেন। এই ডিটেনশন মানে হলো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের আগে নির্দিষ্ট একটি সময় ওপারে আটকে থাকা। বন্দরে যানজটের ধুয়ো তুলে স্থানীয় একটি চক্র বনগাঁর কালীতলায় এই ডিটেনশন করায়। এর মেয়াদ ২০ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত হতে পারে।