Home চট্টগ্রাম জুলাইয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে চট্টগ্রাম কাস্টম হাউস

জুলাইয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে চট্টগ্রাম কাস্টম হাউস

  •  ইউক্রেন যুদ্ধের প্রভাব নেই রাজস্ব আদায়ে
  • *লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৪৮২ কোটি টাকা
  • *আদায় হয়েছে ৪ হাজার ৮৩৮ কোটি ৫১ লাখ টাকা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: কাস্টম হাউস (২০২১-২২) অর্থবছরের শুরুর মাসেই ৩৫৬ কোটি ৫১ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করেছে। ৪ হাজার ৪৮২ কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও এসময় ৪ হাজার ৮৩৮ কোটি ৫১ লাখ টাকা রাজস্ব আদায় করেছে কাস্টমস।
কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রিজভী এ তথ্য নিশ্চিত করেন।
কাস্টমস সূত্রে জানা গেছে, অর্থবছরের শুরু মাস অর্থাৎ জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৪৮২ কোটি টাকা। তার বিপরীতে আদায় হয়েছে ৪ হাজার ৮৩৮ কোটি ৫১ লাখ টাকা। গেল অর্থবছরের শুরুতে একই সময়ে ৩ হাজার ৩৯৪ কোটি ৫ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছিল।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রিজভী জানান, ইউক্রেন যুদ্ধের প্রভাব, মুদ্রাস্ফীতিসহ অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও লক্ষ্যমাত্রার তুলনায় ৭ দশমিক ৯৫ শতাংশ এবং বিগত বছরের তুলনায় ৪২ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে নতুন অর্থবছর শুরু করল চট্টগ্রাম কাস্টম হাউস।
সঠিক সিপিসির ব্যবহার, যথাযথ এইচএস কোড এবং পণ্যের যথাযথ শুল্কায়নের ফলে বেশি রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। সামনের দিনগুলোতেও রাজস্ব আহরণের এ ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।