Home Uncategorized কিউ আর কোড চালু হচ্ছে

কিউ আর কোড চালু হচ্ছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)লোগোর নিরাপত্তা নিশ্চিত করতে কিউআর কোড চালু করতে যাচ্ছে।

সোমবার ( ১৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইর কার্যালয়ে গণশুনানিতে এ কথা জানান বিএসটিআইর মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার।

প্রতিষ্ঠানের সেবাকে আরও জনবান্ধব ও সহজ করার লক্ষ্যে স্টেকহোল্ডারদের নিয়ে এ গণশুনানি হয়।

কিউআর কোড বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে জানিয়ে নজরুল আনোয়ার বলেন, ‘বিদ্যমান পণ্যের গায়ে বিএসটিআইর লোগো সঠিক কি না তা ভোক্তারা যাচাই করতে পারেন না। কিন্তু কিউআর কোড বাস্তবায়ন হলে যেকোনো ক্রেতা মোবাইল অ্যাপসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে লাইসেন্সসংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। এতে সাধারণ ক্রেতারা অবৈধভাবে বিএসটিআইর লোগো ব্যবহারকারীদের প্রতারণা থেকে রক্ষা পাবেন।’