Home সারাদেশ কুলাউড়ায় গণটিকার ২য় ডোজ সম্পন্ন

কুলাউড়ায় গণটিকার ২য় ডোজ সম্পন্ন


কুলাউড়া (মৌলভীবাজার) থেকে আজহার মুনিম শাফিন
: কুলাউড়ায় করোনার গণটিকার ২য় ডোজ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২য় ধাপে শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডে এ গণটিকা কার্যক্রম সম্পন্ন হয়।
গত ৭ আগস্ট উপজেলার ১৩ টি ইউনিয়নে ও একটি পৌরসভায় ৯’হাজার ৬শত জন টিকার ১ম ডোজ গ্রহণ করেন। ৭ সেপ্টেম্বর উপজেলার ১৩ ইউনিয়নে গণটিকা কার্যক্রমের আওতায় ৭’হাজার ৮শত জনকে ২য় ডোজ দেওয়া হয়। শনিবার পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১হাজার ৮শত জন প্রথম ডোজ টিকা গ্রহণকারীকে ২য় ডোজ টিকা দেওয়ার মাধ্যমে কুলাউড়ায় গণটিকা কার্যক্রম সম্পন্ন হয়।

কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের তত্বাবধানে সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার টেলিফোনে বলেন, ৭ সেপ্টেম্বর ইউনিয়ন পর্যায়ে গণটিকার ২য় ডোজ সম্পন্ন হয়েছে। বাকি থাকা পৌরসভার ৯টি ওয়ার্ডের গণটিকা কার্যক্রম শনিবার সকাল থেকে শুরু হয়ে শেষ অব্দি অধিকাংশ মানুষ টিকা গ্রহণ করেছেন।