Home সারাদেশ কুলাউড়ায় হত্যা মামলার আসামী গ্রেপ্তার

কুলাউড়ায় হত্যা মামলার আসামী গ্রেপ্তার

কুলাউড়া (মৌলভীবাজার ) থেকে আজহার মুনিম শাফিন: আলোচিত হত্যা মামলার পলাতক  আসামী ছিদ্দেক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত  ছিদ্দেক মিয়া উপজেলার মনছড়া বস্তি এলাকার  আব্দুল মালিকের পুত্র ।  

বুধবার (১৮ আগষ্ট)  গাজীপুর কাপাসিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয় তাকে।  অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীরের  দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় নেতৃত্বে অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ও এসআই পরিমল চন্দ্র দাসসহ পুলিশ সদস্যরা ।

জানা যায়, গত ২১ জুলাই বিকেল ৩টার দিকে কর্মধা ইউনিয়নের মনছড়া বস্তি এলাকায় সুমন মিয়া (২২) নামে এক তরুণকে  ছুরিকাঘাতে হত্যা করা হয় । মামলায় প্রধান অভিযুক্ত একই এলাকার আব্দুল মালিকের পুত্র আনফর আলীকে গ্রেপ্তার করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি জানান,  সুমন হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামীকে আদালতে সোপর্দের পর দ্বিতীয় আসামীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে তাকেও আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ঈদের দিন (২১ জুলাই) সকালে বার মনছড়া মসজিদে ঈদের  নামাজে ইমামের খুতবাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত ঘটনার জের ধরে বিকেল ৩টার দিকে উভয়পক্ষের মধ্যে বিবাধের একপর্যায়ে আনফর আলীর ছুরিকাঘাতে প্রতিপক্ষের সুমন আহত হন। পরে গুরুতর আহত সুমনকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।