Home Third Lead কুলাউড়ায় ৮ ব্যবসায়ী সংগঠনের মতবিনিময়

কুলাউড়ায় ৮ ব্যবসায়ী সংগঠনের মতবিনিময়

ব্যবসায়ীদের মত বিনিময় কুলাউড়ায়

আজহার মুনিম শাফিন, কুলাউড়া (মৌলভীবাজার): বিভিন্ন বাজারে প্রতিনিধিত্বকারী ৮ টি ব্যবসায় সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে কুলাউড়া  ব্যবসায়ী কল্যাণ সমিতি। সভায় আয়োজক সংগঠনের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে  ষড়যন্ত্র ও বিভ্রান্তিমুলক কর্মকাণ্ডের ব্যাপারে সচেতন থাকার আহবান জানান বক্তারা।

বৃহস্পতিবার (২১ অক্টোবর)  সন্ধ্যায় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় সংগঠনের সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজি রফিক মিয়া ফাতু, মাওঃ আব্দুল ওয়াহিদ, সহ সাধারন সম্পাদক এম ফয়েজ উদ্দিন,কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ কুতুবউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, মহিলা বিষয়ক সম্পাদক সুফিয়া রহমান ইতি প্রমুখ।

সভায় অন্যান্য সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার আব্দুস সোবহান, সম্পাদক মোঃ আব্দুল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী বস্র সমিতির গৌরা দে,  ফার্মেসী মালিক সমিতির শেলুর রহমান, শামীম আহমদ, রড সিমেন্ট মালিক সমিতির হাজী সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম তৈমুছ, জেলা ম্যাকানিকেল সমিতি কুলাউড়া শাখার সভাপতি সিরাজ উদ্দিন বুলু,মুনায়েম খান,হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক, লোকমান হোসেন,আমির হোসেন,পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, ডেকোরেটার্স মালিক সমিতির আব্দুল খালিক ও মোঃ আছকর আলো প্রমুখ।

আয়োজক সংগঠনের সভাপতি বদরুজ্জামান সজল বিজনেসটুডে২৪কে বলেন, একে অপরের সহযোগিতায় কুলাউড়া শহরকে ব্যবসায় বান্ধব ও আরো গতিশীল করে তুলতে একযোগে সকল সংগঠন কাজ করার লক্ষ্য ও উদ্দেশ্যে এই মতবিনিময়।  অভিভাবক সংগঠন হিসেবে ব্যবসায়ী কল্যাণ সমিতি সর্বদা তাদের পাশে থাকবে।

সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই বলেন, আনুষ্ঠানিক ভাবে ৮ সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় করেছি । তাদের সমস্যা জানার চেষ্টা করেছি, আগামী মিটিংয়ে এ বিষয়াদি উপস্থাপন করে সমাধানের চেষ্টা করা হবে। ব্যবসায়ীদের স্বার্থে প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা নেয়া হবে।