Home সারাদেশ কুলাউড়ায় ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কোর্স

কুলাউড়ায় ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কোর্স

আউটসোর্সিং কোর্স


কুলাউড়া (মৌলভীবাজার)  প্রতিনিধি : কুলাউড়া উপজেলা সমিতির আয়োজনে ও ইন্সটিটিউট অব টেকনিক্যাল এডুকেশন, বাংলাদেশ (আইটেব) এর কারিগরি সহযোগিতায় পরিচালিত ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ক বিশেষ অনলাইন কোর্স সফল ভাবে সমাপ্ত হয়েছে।
শুক্রবার (০৯ অক্টোবর) রাতে আয়োজিত ভার্চুয়াল সমাপনী অনুষ্টানে কোর্স চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা সমিতির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ও কুলাউড়া উপজেলা সমিতির সভাপতি আব্দুর রউফ, বিশেষ অতিথিি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সমিতির সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ঢাকাস্থ কুলাউড়া উপজেলা সমিতি “আমার শিক্ষা আমার ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কাজ করে। বর্তমান সরকার একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় ও ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের প্রতিটি গ্রামে ইন্টারনেট সহজলভ্য করেছে। কুলাউড়া উপজেলা সমিতি ও একই লক্ষে প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করে থাকে।
অনলাইন কোর্সের কোর্স চেয়ারম্যান ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ বলেন, কুলাউড়া উপজেলা সমিতি সব সময় ব্যাতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করে থাকে। এটিও এমন একটি উদ্যোগ। তিনি কোর্সে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান এবং কুলাউড়া উপজেলা সমিতি ভবিষ্যতে এধরনের আরো উদ্যোগ গ্রহন করবে বলে জানান। সেই সাথে অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীর যেকোনো সমস্যায় কুলাউড়া উপজেলা সমিতি সবসময় পাশে থাকার আশাবাদ ব্যাক্ত করেন।
শিক্ষার্থীর অংশগ্রহণে এই অনলাইন কোর্সটি টানা দুই মাস পরিচালিত হয়। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী কুলাউড়া উপজেলা সমিতিকে এই কোর্সটি পরিচালনার জন্য ধন্যবাদ জানান ।
সাদিয়া মাজহাবিন নামের এক শিক্ষার্থী জানান এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীদের ফ্রিল্যান্সিং সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারনা তৈরী হয়েছে। লুৎফুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, এধরণের কোর্স একজন শিক্ষার্থীর ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অংশগ্রহণকারী সকলেই এই কোর্স থেকে উপকৃত হয়েছে বলে তিনি জানান এবং ভবিষ্যতে এরকম কোর্স পরিচালনার জন্য কুলাউড়া উপজেলা সমিতিকে অনুরোধ করেন। 
অনলাইন কোর্সটি পরিচালনা করেন সাউথইস্ট ইউনিভার্সিটির সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড রোবটিক্স এর পরিচালক মোঃ মিজানুর রহমান।