Home Second Lead কুয়াকাটায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুয়াকাটায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুয়াকাটা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কুয়াকাটা (পটুয়াখালী) : মহিপুর ও কুয়াকাটা মহাসড়কের পাশে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ।
 মহিপুর থানা সদর এবং আলীপুর বাজারের  শেখ রাসেল সেতু সংলগ্ন সেতুর দু’পাশে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা মঙ্গলবার উচ্ছেদ করা হয়েছে। অপরদিকে পর্যটন নগরী কুয়াকাটা মহাসড়কের দুই ধারে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করে।  সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে উচ্ছেদ অভিযান। এ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এসময় কোন প্রকার নোটিশ ছাড়াই মহিপুর প্রেসক্লাবের ভবন গুড়িয়ে দেয়ার অভিযোগ করেছেন প্রেসক্লাবের সদস্যরা।   ফুটপাতে বসা দুই  দোকানির ৫ শতাধিক তরমুজনষ্ট করে ফেলা হয়েছে।
অনিন্দিতা রায় জানান, সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।