Home কৃষি কৃষিজ পণ্যে ২ শতাংশ উৎসে কর অব্যাহতির দাবি

কৃষিজ পণ্যে ২ শতাংশ উৎসে কর অব্যাহতির দাবি

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সামনের বাজেটে বিভিন্ন প্রকার কৃষিজ পণ্য ক্রয়ের বিপরীতে ২ শতাংশ হারে উৎসে কর আদায় তুলে নেয়ার দাবি জানিয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। পাশাপাশি বাঙালির স্বাভাবিক খাবার বলে পরিচিত মুড়ির ওপর থেকে ১৫ শতাংশ ভ্যাট মওকুফেরও দাবি তুলেছেন।

রবিবার (১৮ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) যৌথ উদ্যোগে ভার্চুয়ালি আয়োজিত ‘জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটি’র ৪১তম সভায় তিনি এ দাবি করেন।

আহসান খান চৌধুরী বলেন, বিভিন্ন ধরনের কৃষিজ পণ্য, ধান, ডাল, বাদাম, আলু ইত্যাদি উপকরণ ক্রয়ের বিপরীতে ২ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হচ্ছে। এটা অনেক বেশি। আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে উৎসস্থলে কর কর্তন অব্যাহতি দেয়ার দাবি করছি।

‘মুড়ির ক্ষেত্রে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হচ্ছে ব্যবসায়ীদের। বাঙালির স্বাভাবিক খাদ্য মুড়িতে এতো পরিমাণ ভ্যাটের কথা শুনতেও খারাপ লাগে। কোভিড-১৯ পরিস্থিতি এবং দেশের কথা বিবেচনায় নিয়ে আগামী বাজেটে মুড়ির ১৫ শতাংশ ভ্যাট কনসিডার-মওকুফ করার অনুরোধ জানাই’—বলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান।

আহসান খান চৌধুরী বলেন, ‘র’ সুগার আমদানিতে সর্বোচ্চ ব্যয় করতে হয়। প্রতি কেজিতে ২৩ থেকে ২৭ টাকা পর্যন্ত আমদানি ব্যয় লাগে। তাছাড়া মিনিমাম ইনকাম ট্যাক্স ৬ শতাংশ টার্নওভারের। এটাকে যদি আগামী বাজেটে পুনরায় কনসিডার করা যায়, কেননা এটি খুবই হাই (উচ্চ)।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের পরিচালনায় অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যবসায়ী, অ্যাসোসিয়েশন ও চেম্বারের সভাপতিরা বক্তব্য রাখেন।