সাতক্ষীরা থেকে সেলিম খান: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের হাজীর মোড়ে প্রকাশ্য দিবালোকে ১১ বছরের এক কন্যাশিশুকে জোর করে বিষমাখা কেক খাইয়ে হত্যা অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
হাজীরমোড় গ্রামের মো নূর নবী মেয়ে সুরাইয়া (১১) সাথে দিন দুপুরে প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটেছে। গত শুক্রবার দুপুর আড়াইটায় ১১ বছরের শিশু কন্যা সুরাইয়া সাইকেল চালাচ্ছিল। এমন সময় মুখে মাস্ক পরা একজন মহিলা ও একজন পুরুষ তাকে দাঁড় করায় এবং তার বাবার নাম জানতে চায়। তারপরে পাশে বন্ধ দোকানের গলিতে ডেকে নিয়ে গিয়ে তাকে একটি কেক খেতে দেয়। সে কেক খেতে না চাইলে তাকে বুকের ওপর পাড়া দিয়ে হাত ধরে গালের ভিতরে জোর করে ঢুকিয়ে দেয়া হয়। তারপরে পানি দিয়ে জোর করে খেতে বাধ্য করা হয়। এরপর দুর্বৃত্ত (দুই) পুরুষ এবং মহিলা সেখান থেকে পালিয়ে যায়।
শিশু কন্যা সুরাইয়ার চিল্লাচিল্লিতে স্থানীয় এবং পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় কলারোয়া উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য। অবস্থার অবনতি হলে সাতক্ষীরা হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থা আরো খারাপ হলে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
নয় দিনের জীবন-মরণ যুদ্ধে জয়ী হয়ে ১১ মে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসেন।
সুরাইয়ার মা বলেন প্রতিবেশীর এক মেয়ের সাথে এক ছেলের সম্পর্ক আছে। তার সাক্ষী ছিল আমার শিশু বাচ্চাটি। এই সাক্ষী সরিয়ে দেওয়ার জন্যই এই পরিকল্পনা বলে দাবি পরিবারের। এই বিষয়ে সুষ্ঠু বিচারের দাবি চেয়েছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি বলে জানা গিয়েছে। তবে, পুলিশের একটি টিম এ বিষয়ে তদন্ত করেছে বলে জানান পারিবারিক সূত্রে।