Home First Lead কৈলাশটিলা ৭ নম্বর কূপ থেকে আবার গ্যাস উত্তোলন শুরু

কৈলাশটিলা ৭ নম্বর কূপ থেকে আবার গ্যাস উত্তোলন শুরু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: কৈলাশটিলা গ্যাসক্ষেত্র থেকে ওয়ার্ক-ওভারের মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এই গ্যাসক্ষেত্রের বন্ধ হয়ে যাওয়া ৭ নম্বর কূপ থেকে আবার গ্যাস উত্তোলন শুরু হলো। এখন থেকে দৈনিক ১৯ মিলিয়ন ঘনফুট বেশি গ্যাস এই গ্যাসফিল্ড থেকে জাতীয় গ্রিডে যোগ হবে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মো: আসলাম উদ্দিন।

তিনি জানান, শনিবার রাত পৌনে ৯টা থেকে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাশটিলার ৭ নম্বর কূপ থেকে দৈনিক ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত ৮টা ৪৫ মিনিট থেকে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাশটিলার ৭ নম্বর কূপ হতে দৈনিক ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের কাজ শুরু করা হয়েছে।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) কৈলাশটিলা গ্যাস ফিল্ডে এখন পর্যন্ত সাতটি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে চলমান দুটি কূপ থেকে দৈনিক দুই কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

জানা যায়, ২০১৪ সালের ১৭ অক্টোবর কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৭ নম্বর কূপের খনন কাজ শুরু হয়। এরপর ২০১৬ সালের দিকে এই কূপ থেকে গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষের হয়ে কূপটিতে ওয়ার্ক-ওভার শুরু করে রাষ্ট্রীয় তেল, গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্স।

পরে এপ্রিল মাসে ওয়ার্ক-ওভার কাজ শেষ হয়। এরপর নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে শনিবার রাতে এ কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়।

বর্তমানে দেশের ২২টি গ্যাসক্ষেত্র থেকে প্রায় দুই হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়। তবে বিদেশ থেকে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসসহ (এলএনজি) দেশের মোট সরবরাহ প্রায় তিন হাজার মিলিয়ন ঘনফুট।