Home আন্তর্জাতিক কোভ্যাক্স টিকার প্রথম চালান ঘানায়

কোভ্যাক্স টিকার প্রথম চালান ঘানায়

বিজনেসটুডে২৪ ডেস্ক

কোভ্যাক্সের টিকার প্রথম চালান পেল আফ্রিকার দেশ ঘানা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কোভ্যাক্সের মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ছয় লাখ ডোজ টিকা পেয়েছে দেশটি। ঘানাতে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে প্রায় এক লাখ মানুষ। বিবিসি এইসংবাদ জানিয়েছে।

ধনী দেশগুলোর কারণে গরিব দেশগুলো যেন টিকাবঞ্চিত না হয় তা নিশ্চিত করতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে কোভ্যাক্সের যাত্রা শুরু হয়। এর মাধ্যমে চলতি বছর বিশ্বজুড়ে অন্তত ২০০ কোটি ডোজ টিকা সরবরাহের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।