বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সমুদ্র পথে জাহাজে করে আসা বাংলাদেশী মেরিনারদের সনদবিহীন দেশে আসার পর ৭ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
এরপর কোভিড-১৯ পিসিআর টেস্ট নেগেটিভ হলে বাকি ৭ দিন হোম কোয়ারেন্টিনেথাকতে হবে।
বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জাবেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিদেশ ফেরৎ মেরিনারদের নিজ খরচে কোয়ারেন্টিনে থাকার জন্য দু’টি হোটেল নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো-আন্দরকিল্লায় অবস্থিত হোটেল আল ইমাম লি. ও ষ্টেশন রোডের দি এলিনা হোটেল এন্ড স্যূটস। তাদেরকে ৭ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।